১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

এপিক হেলথ কেয়ার লিমিটেডের সাথে সিভাসু’র স্বাস্থ্যসেবা সংক্রান্ত চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এবং এপিক হেলথ কেয়ার লিমিটেডের মধ্যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সিভাসু’র পরিচালক (ছাত্রকল্যাণ) দপ্তরে এই চুক্তি স্বাক্ষরিত হয়।সিভাসু’র পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম এবং এপিক হেলথ কেয়ার লিমিটেডের নির্বাহী পরিচালক টি. এম. হান্নান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন। চুক্তির আওতায় সিভাসু’র শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, অ্যালামনাই ও কর্মচারী এবং তাদের পরিবার (পিতামাতা, স্বামী-স্ত্রী ও ছেলে-মেয়ে) এপিক হেলথ কেয়ারে বিশেষ ছাড়ে আধুনিক স্বাস্থ্যসেবা এবং রোগনির্ণয় পরিষেবা গ্রহণ করতে পারবেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভাসু’র প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান হলের প্রভোস্ট প্রফেসর ড. শামছুল মোর্শেদ, এপিক হেলথ কেয়ার লিমিটেডের হেড অব মেডিকেল সার্ভিসেস ডা. হামিদ হোসেন আজাদ এবং ডেপুটি ম্যানেজার (কর্পোরেট বিজনেস অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট) মো: ইমতিয়াজ শানু।

আরও পড়ুন