অনলাইন ডেস্ক: ঢাকার আজমপুর ও জাহাঙ্গীর গেইট এলাকায় শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে।উত্তর পূর্ব থানার ওসি গোলাম মোস্তফা জানান, গভীররাতে আজমপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের ওপর একটি ট্রাক উঠে গেলে তিনজন মারা গেছে।এদিকে রাত ৩টার দিকে বিজয় সরণি ও জাহাঙ্গীর গেইটের মাঝ এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
কাফরুল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “মোটরসাইকেলটি জাহাঙ্গীর গেইটের দিকে যাচ্ছিল আর মাইক্রোবাসটি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে ঘোরানোর সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়।“এতে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়। দুর্ঘটনার পর মাইক্রোবাস নিয়ে পালিয়েছে চালক।”
