টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। শনিবার (১৪ জুন) দিবাগত রাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান খালপাড় এলাকায় এই অভিযান চালানো হয়।রবিবার (১৫ জুন) সকালে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী ও পালংখালী বিওপি’র যৌথ টহল দল সীমান্ত এলাকায় তল্লাশি ও নজরদারি জোরদার করে। একপর্যায়ে মিয়ানমার সীমান্ত দিয়ে ২-৩ জন সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করতে দেখলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। ওই সময় পাচারকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া দুটি নীল ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ১৪টি প্যাকেট থেকে মোট এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, উখিয়া ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদকদমনেও অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। মাদক পাচার রোধে বিজিবির টহল ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
