১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসরায়েল পারমাণবিক হামলা চালালে পাকিস্তানও পরমাণু অস্ত্র ছুঁড়বে

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্য জুড়ে টানটান উত্তেজনার মধ্যে এবার পারমাণবিক যুদ্ধের আশঙ্কাকে সামনে টেনে আনলেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল মহসেন রেজায়ি। তিনি দাবি করেছেন, যদি ইসরায়েল ইরানের ওপর পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তাহলে পাকিস্তানও ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালাবে। ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর এই সিনিয়র কর্মকর্তা এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য জেনারেল রেজায়ি ইরানি টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।সোমবার (১৬ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
জেনারেল মহসেন রেজায়ি বলেন, ‘পাকিস্তান আমাদের আশ্বস্ত করেছে যে, যদি ইসরায়েল পারমাণবিক বোমা ব্যবহার করে, তাহলে তারা ইসরায়েলের ওপর পারমাণবিক জবাব দেবে।’তিনি আরও জানান, পাকিস্তান মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান জানিয়েছে এবং ‘তেহরান এখনও অনেক গোপন শক্তি প্রকাশ করেনি’ বলেও মন্তব্য করেন তিনি।
ইরান-ইসরায়েল চলমান পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় ইতোমধ্যে দুই দেশ মিলে অন্তত ২৫০ জন নিহত হয়েছেন। ইসরায়েল গত শুক্রবার ভোরে ইরানের সামরিক ও পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায়, যার প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েলের বিভিন্ন শহরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায়।এই প্রেক্ষাপটেই পাকিস্তানের এমন সম্ভাব্য ভূমিকা নিয়ে রেজায়ির বক্তব্য বিশেষ গুরুত্ব পাচ্ছে।
তবে পাকিস্তান সরকার এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, ইরানের প্রতি পাকিস্তানের এই ‘আশ্বাস’ সরাসরি সামরিক প্রতিশ্রুতি না হয়ে বরং কূটনৈতিক সমর্থনের অংশ হতে পারে।এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক অনলাইন পোস্টে লেখেন, ‘ইসরায়েল একটি বেপরোয়া রাষ্ট্র, যাকে সমর্থন করে পশ্চিমারা ভয়াবহ ভুল করছে।’তিনি আরও বলেন, ‘ইসরায়েলের পারমাণবিক ক্ষমতা এখন গোটা বিশ্বের জন্য হুমকি হয়ে উঠেছে। পশ্চিমাদের উচিত এ বিষয়ে ভাবা।’
সাম্প্রতিক এই উত্তপ্ত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রও সক্রিয়। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরান ও ইসরায়েলের মধ্যে সমঝোতার চেষ্টা করছেন। তবে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি ইরান যুক্তরাষ্ট্রকে আঘাত করে, তাহলে আমরা এমনভাবে জবাব দেব, যা ইতিহাসে কখনও দেখা যায়নি।’আন্তর্জাতিক পারমাণবিক নিরস্ত্রীকরণ সংস্থা আইসিএএন জানায়, বিশ্বের মাত্র ৯টি দেশের হাতে বর্তমানে পারমাণবিক অস্ত্র রয়েছে—যার মধ্যে ইসরায়েল ও পাকিস্তানও রয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, পাকিস্তানের পক্ষ থেকে এমন একটি বক্তব্য—যদিও তা সরাসরি নয়—একটি ভয়ংকর দৃষ্টান্ত স্থাপন করতে পারে, যেখানে আঞ্চলিক যুদ্ধ এক ধাক্কায় পরিণত হতে পারে পারমাণবিক সংঘাতে।পরিস্থিতি ক্রমেই জটিল আকার নিচ্ছে, এবং আন্তর্জাতিক সম্প্রদায় এখন গভীর উদ্বেগে পরিস্থিতির দিকে তাকিয়ে রয়েছে—বিপর্যয় এড়াতে দরকার জরুরি কূটনৈতিক পদক্ষেপ।

আরও পড়ুন