২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরান আলোচনা করতে চায় : ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সামরিক হুমকি এবং ইরানে চলমান বড় বিক্ষোভের পর দেশটির নেতৃত্ব আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে। রবিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘ইরানের নেতারা আমাকে ফোন করেছেন। তারা আলোচনায় বসতে চান। একটি বৈঠকের প্রস্তুতিও চলছে… তারা আলোচনা করতে আগ্রহী।
’ তবে তিনি সতর্ক করে উল্লেখ করেন, ‘বৈঠকের আগে আমাদের হয়তো পদক্ষেপ নিতে হতে পারে।’ট্রাম্প আগে সতর্ক করেছিলেন, যদি ইরান বিক্ষোভকারীদের হত্যা চালায়, যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে। দুই সপ্তাহ ধরে ইরানজুড়ে বিক্ষোভ চলছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, সরকারি দমন এখন হত্যাযজ্ঞে পরিণত হয়েছে।বিক্ষোভ শুরু হয়েছিল বাড়তি জীবনযাত্রার খরচ নিয়ে, কিন্তু এখন তা দেশের ধর্মনির্ভর রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে বড় প্রতিবাদে রূপ নিয়েছে।
ইন্টারনেট বন্ধ থাকা সত্ত্বেও তেহরান ও অন্যান্য শহর থেকে ভিডিও এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বড় বিক্ষোভ হচ্ছে এবং মর্গের বাইরে মৃতদেহ জড়ো হয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে, তেহরানের দক্ষিণে কাহরিজাক মর্গের বাইরে মৃতদেহগুলো কালো ব্যাগে মোড়ানো।
সরকারি দমন-পীড়ন জোরদার হওয়ায় ইরানজুড়ে বিক্ষোভ চলমান। যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির দাবি, দেশজুড়ে ৪৯৫ জন বিক্ষোভকারী ও ৪৮ জন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ ছাড়া গত দুই সপ্তাহে প্রায় ১০ হাজার ৬০০ জনকে আটক করা হয়েছে।সূত্র : আল-অ্যারাবিয়া

আরও পড়ুন