১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ৭০

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত নিহত বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। সেই সঙ্গে আহতের সংখ্যা এক হাজার ২০০ ছাড়িয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দেশটির সঙ্কট ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোসেইন জাফারি এই তথ্য নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এর আগে, শনিবার (২৬ এপ্রিল) ইরানের বন্দর আব্বাসের শহীদ রাজি বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।
হোসেইন জাফারি বলেছেন, আহত এক হাজার ৭২ জনকে ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে এখনও ১২০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে দেশটির একজন সংসদ সদস্য। তেহরানের এমপি মোহাম্মদ সেরাজ বলেছেন, এই প্রাণঘাতী বিস্ফোরণের পরিকল্পনা ইসরায়েলের।
তিনি দাবি করেছেন, পূর্ব পরিকল্পিতভাবে কনটেইনারে বিস্ফোরণ রাখা হয়েছিল এবং দূর থেকে সম্ভবত স্যাটেলাইট বা টাইমারের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। এই বিস্ফোরণ কোনো দুর্ঘটনা নয় বলেও দাবি ইরানের এই পার্লামেন্ট সদস্যের।
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দর মোমেনি বলেছেন, ছোট একটি আগুন থেকেই এই বিস্ফোরণ হয়েছে। তবে ঠিক কোথায় থেকে আগুনের এই সূত্রপাত হয়েছে তা এখনো পরিষ্কার নয় বলে জানান তিনি।
তবে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র হোসেন জাফারি জানিয়েছেন, নাশকতার আলামত পাওয়া যায়নি। তিনি বার্তাসংস্থা আইএলএনএ-কে জানিয়েছেন, কনটেইনারের ভেতর থাকা রাসায়নিক বস্তুর কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এদিকে ওয়াশিংটন ইনস্টিটিউটের সিনিয়র প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশ্লেষক ফারজিন নাদিমি বলেছেন, নাশকতার হয়নি-এমন তথ্য এখনো উড়িয়ে দেওয়া যায় না।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে আশপাশের ভবনের ছাদ, জানালা উড়ে গেছে। পুড়ে গেছে গাড়ি। ঘটনাস্থল থেকে ৫০ কিলোমিটার দূরের বাসিন্দারাও এই বিস্ফোরণের আঁচ পেয়েছেন।

আরও পড়ুন