অনলাইন ডেস্ক: স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ‘কোটায়’ অন্তর্বর্তী সরকারে এসেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।তিনি বলেছেন, “আমাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা আছে, আপনারা তাকে চেনেন? তিনি মুহাম্মদ ইউনূসের ভাই-বেরাদর কোঠায় এসেছেন। ইউনুসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ এই স্বাস্থ্য উপদেষ্টা। সব সময় বলে আসছি, এই স্বাস্থ্য উপদেষ্টার কোনো প্রয়োজন নাই।”“আপনারা উনার কোনো অ্যাক্টিভিটি দেখেছেন? তিনি যে বেতন নেন তা হারাম হবে। তিনি সরকারি গাড়িতে চড়েন তা জনগণের সঙ্গে বেইমানি। স্বাস্থ্য উপদেষ্টা কোনো কাজের না। উনি কিচ্ছু বোঝেন না। তিনি স্বাস্থ্য ব্যবস্থা বুঝেন না, চিকিৎসা বুঝেন না। উনার একমাত্র যোগ্যতা তিনি গ্রামীণ ব্যাংকে ছিলেন এবং ইউনূসের খুব কাছের মানুষ। এটাই উনার যোগ্যতা।”
হাসনাত প্রশ্ন তুলে বলেন, “এই স্বাস্থ্য উপদেষ্টা লইয়া আমরা কী করিব? এবং দুঃখজনক বিষয়, উনি নিজের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। আমরা বললে, বেড়াল বেজায় হয়, রাগ হয়। এই স্বাস্থ্য উপদেষ্টাকে যে বেতন-ভাতা দেওয়া হয়েছে, রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে অনতিবিলম্বে তার পদত্যাগ করা উচিত।”বুধবার চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় এনসিপির এক পদসভায় তিনি এসব কথা বলেন।
সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এনসিপি নেতারা। জুলাই আন্দোলনের নেতাদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। তারা তাদের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা বলেন নেতাদের কাছে।এ সময় সেখানে দলের মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম উপস্থিত ছিলেন।চাঁদপুর সার্কিট হাউস থেকে সমাবেশস্থল পর্যন্ত একটি শোক র্যালি হয়।
