৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আমিরাত দুবাই আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশনের ঈদে মিলাদুন্নবী পালন

অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দুবাইয়ে আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশন নতুন কমিটির উদ্যোগে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) ও আওলাদে গোলামুর রহমান হযরত মাওলানা ছৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী (মা.)’র খোশরোজ শরীফ ধর্মীয় ভাব গাম্ভীর্যে পালিত হয়েছে।সম্প্রতি দুবাই ইন্টারন্যাশনাল সিটি দরবার রেষ্টুরেন্টে রাকিবুল হকের সভাপতিত্বে ও আরমানের সঞ্চালনায় মাহফিলের প্রধান আলোচক ছিলেন আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশন ইউ.এ.ই কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ বদরুদ্দীন। অতিথি হিসেবে ছিলেন রাস-আল খাইমা শাখার সভাপতি মোহাম্মদ শফিউল আলম, আজমান শাখার সহ-সভাপতি মোহাম্মদ বশর, আবুধাবি মোসাফফা শাখার আব্দুল হালীম, আল-আইন শাখার মোহাম্মদ আব্দুল হালিম, শারজাহ শাখার মোহাম্মদ আনোয়ার।মাহফিলে আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশন দুবাই শাখার নতুন কমিটির নাম ঘোষণা হলে এতে সভাপতি রাকিবুল হক, সহ-সভাপতি মোহাম্মদ গোলাম সরওয়ার,সাধারণ সম্পাদক এস.এম ইফতেখার উদ্দীন আরমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক,অর্থ সম্পাদক মোহাম্মদ রবিউল হোসেন বাপ্পি, প্রচার সম্পাদক মোহাম্মদ মিকাত, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ হাসাইন, মোহাম্মদ সোহেল প্রমুখ।
ঈদে মিলাদুন্নবী (দ.) এবং খোশরোজ শরীফ পালন উপলক্ষে পবিত্র কোরআন শরীফ পাঠ, আউলিয়া কেরামের আদর্শ নিয়ে আলোচনা,মিলাদ কেয়াম, সেমা মাহফিল,তবারুক বিতরণ শেষে প্রবাসীদের কল্যাণে, দেশ ও জাতির নিরাপদ সমৃদ্ধ জীবন কামনায় আখেরী দোয়া মোনাজাত করেন।

আরও পড়ুন