নিউজ ডেস্ক: চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখা ছাত্রলীগের নেত্রী ইসরাত জাহান কাকনকে আটক করেছেন চকবাজার থানা পুলিশ। রবিবার (৪ মে) দুপুরে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করলে শিক্ষার্থীরা নিষিদ্ধ সংগঠনের নেত্রী হিসেবে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।আটকের আগে শনিবার রাত ১০টা ১৬ মিনিটে ইসরাত জাহান কাকন তার ফেসবুকের ওয়ালে লিখেন, ‘আমার সময় শেষ। কখন জেলে যায় জানি না। বাট রাজনীতি কখনোই ছাড়বো না-যায় হোক।’
চকবাজার থানার ওসি জাহিদুল কবির বলেন, “কলেজ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নিয়েছে। কাকনের বিরুদ্ধে কোন মামলা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, মামলার বিষয়টি আমরা খোঁজ খবর নিচ্ছি। তবে সে তো নিষিদ্ধ সংগঠনের সদস্যা।
শনিবার দুপুর ১টা ৪৮ মিনিটে ইসরাত জাহান কাকন তার ফেসবুকের ওয়ালে লিখেন, ‘আমি কি করবো,কি করবো না ওইটা আমি ঠিক করবো। অন্যজনের কথায় না। সো জ্ঞান দিতে আসবেন না। রাজনীতি রক্তে আছে তাই করি। আর সারাজীবন করবো। দেখি কে কি করতে পারেন। আওয়ামী লীগ পরিবারের মেয়ে আমি।’
