২৪শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

আবু সাঈদ হত্যা: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

অনলাইন ডেস্ক: জুলাই অভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় ৩০ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ প্রসিকিউশন থেকে অভিযোগ দাখিল করা হয়।তদন্ত সংস্থা গত ২৪ জুন এ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে প্রতিবেদন দাখিল করে।
গত ৯ এপ্রিল প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানিয়েছিল, এ মামলার চার আসামি অন্য মামলায় গ্রেপ্তার আছেন। এরা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম, ছাত্রলীগ কর্মী ইমরান চৌধুরী আকাশ, সাবেক এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।
প্রতিবেদনে বলা হয়েছে, “এ ঘটনায় সরাসরি জড়িত ছিলেন এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। শরিফুল ইসলাম ও ইমরান চৌধুরী আকাশসহ আরও অনেকে সহায়তা ও উসকানি দিয়েছেন।”সরকারি চাকরির কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে ২০২৪ সালের ১ জুলাই থেকে আন্দোলনের মধ্যে ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন।সেদিন দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা সাঈদকে গুলি করার ভিডিও সংবাদ মাধ্যমে প্রচার হলে ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে। আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে।পরদিন থেকে সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করা হয়। সংঘাত আর মৃত্যুর মধ্যে ১৯ জুলাই কারফিউ দিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেনি শেখ হাসিনার সরকার।তুমুল অভ্যুত্থানে ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। এখনও তিনি সেখানেই আছেন।শেখ হাসিনা এবং তার সরকারের মন্ত্রী-এমপি ও শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধেও ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা হয়েছে। একটি মামলায় মঙ্গলবার অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে।

 

আরও পড়ুন