১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আবার পুরোনো জায়গায় ফিরছে ফেসবুক

অনলাইন ডেস্ক: বছরের পর বছর মেটাভার্সের দুনিয়ায় হারিয়ে থাকার পর ফেসবুক এবার আবার নিজের মূল জায়গায় ফিরছে। বন্ধুর সঙ্গে যোগাযোগ, ছবি শেয়ার আর মার্কেটপ্লেস— এই তিনটিকেই সামনে রেখে নতুনভাবে অ্যাপ সাজাচ্ছে মেটা। প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে।তরুণদের টানতে বড় পরিবর্তন

দীর্ঘদিন ধরে ফেসবুক ব্যবহারকারীর বয়স বেড়েছে। জেন–জেড ব্যবহারকারীরা প্ল্যাটফর্মে কম সময় দেয়। কলেজ-কেন্দ্রিক ফিচার দিয়ে তরুণদের টানার চেষ্টা ব্যর্থ হওয়ার পর এবার নজর গেছে ফেসবুকের সবচেয়ে শক্তিশালী অংশ— মার্কেটপ্লেসে।

যুক্তরাষ্ট্রে জেন–জেড ব্যবহারকারীদের অর্ধেকের বেশি এখন নিয়মিত মার্কেটপ্লেস ব্যবহার করে। এতদিন এই গুরুত্বপূর্ণ ফিচারটি অ্যাপের ‘More’–এর ভেতরে লুকিয়ে ছিল। নতুন আপডেটে সেটিকে সরাসরি অ্যাপের নিচের নেভিগেশন বারে আনা হচ্ছে। পাশে থাকবে রিলস ও ফ্রেন্ডস ট্যাব।

ছবি এখন একদম ইনস্টাগ্রাম স্টাইলে

ফেসবুকে ছবি দেখার অভিজ্ঞতা বদলে যাচ্ছে পুরোপুরি।

ছবিতে ডাবল–ট্যাপ করে লাইক করা যাবে

প্রোফাইলের ছবি সাজানো হবে নতুন গ্রিড লেআউটে

ক্লিক করলে পুরো স্ক্রিন জুড়ে দেখা যাবে ছবি

সার্চে যোগ হচ্ছে ইন্টারঅ্যাকটিভ গ্রিড, যেখান থেকে দ্রুত ছবি–ভিডিও দেখা যাবে

ইনস্টাগ্রামের সফল ফিচারগুলো এবার ফেসবুকেও আসছে।

বন্ধুত্ব ফিরে আসছে গুরুত্বে

মেটা জানিয়েছে, ফেসবুককে আবার বন্ধু–কেন্দ্রিক অভিজ্ঞতায় ফিরিয়ে আনার লক্ষ্য তাদের।

প্রোফাইলে যোগ করা যাবে শখ, আগ্রহ, ভ্রমণ, দেখা সিনেমা, শোনা গানসহ নানা তথ্য

মিল পাওয়া বন্ধুদের খুঁজে নেওয়া সহজ হবে

স্টোরি ও পোস্ট তৈরি করা আরও সহজ

মিউজিক যোগ করা, বন্ধু ট্যাগ করা— সব টুল সামনে আনা হচ্ছে

মার্কেটপ্লেস: ফেসবুকের নতুন ‘তারকা সেকশন’

মার্কেটপ্লেস এখন সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়া ফিচারগুলোর একটি। কেনাবেচায় তরুণদের বড় অংশ এখানে সক্রিয়। তাই এবার এটিকে অ্যাপের প্রধান ফিচারগুলোর তালিকায় তুলে আনা হচ্ছে।

কমেন্ট সেকশনেও আসে নতুনত্ব

রিপ্লাই দেওয়া সহজ হবে

ব্যাজ হবে আরও চোখে পড়ার মতো

পিন করা যাবে গুরুত্বপূর্ণ কমেন্ট

বিরক্তিকর মন্তব্য একদম অ্যানোনিমাসভাবে রিপোর্ট করা যাবে

গ্রুপ অ্যাডমিনদের জন্য মডারেশন টুল আরও শক্তিশালী

ফিড নিয়ন্ত্রণের ক্ষমতা ব্যবহারকারীর হাতে

কোনও পোস্ট পছন্দ না হলে ব্যবহারকারী কারণ জানাতে পারবেন। এতে অ্যালগরিদম বুঝতে পারবে কোন ধরনের কনটেন্ট তারা দেখতে চান না। আগের মতো স্বয়ংক্রিয় ফিড পরিবর্তন আর চাপিয়ে দেওয়া হবে না— চাইলে ব্যবহারকারী এসব বন্ধ রাখতে পারবেন।

সব পরিবর্তন আসছে কয়েক সপ্তাহের মধ্যেই

মেটা জানিয়েছে, নতুন ফেসবুক অভিজ্ঞতা সারা বিশ্বে কয়েক সপ্তাহের মধ্যেই দেখা যাবে। নেভিগেশন, সার্চ ও কমেন্ট–সংক্রান্ত কিছু পরিবর্তন থাকছে শুধুমাত্র মোবাইল সংস্করণে।

আরও পড়ুন