আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কেইপিজেড শিল্পকারখানার ভেতর পাখি ধরতে গিয়ে পাহাড় ধসে রোহান (১২) ও মিজবাহ (১২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে সিয়াম (১১) ও সিফাত (১২) নামে আরও দুই শিশু। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তির জন্য পরামর্শ দেয়া হয়েছে।বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টার দিকে কেইপিজেডের পুরাতন ইটের টিলা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে।নিহত রোহান উপজেলার বৈরাগ ৮নং ওয়ার্ডের মাওলানা নুরুজ্জামানের বাড়ির রহিমের ছেলে এবং মিজবাহ একই এলাকার এমরানের ছেলে। আর আহত সিয়াম একই এলাকার মুসতাকের ছেলে এবং সিফাত হাশেমের ছেলে।
উদ্ধারকারী মো. রাজু জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোহান ও মিজবাহকে মৃত্যু ঘোষণা করে বাকি দুজনকে চমেক হাসপাতালে রেফার করেন।বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, ’সকালে ৪ জনকে আনা হলে পরীক্ষা নিরীক্ষার পর দুজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হই। বাকি দুজনকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।’
