৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আনোয়ারায় পাওনা টাকার বিরোধে যুবককে খুন

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় আলোচিত মানিক হত্যা মামলার প্রধান আসামি মো. রাসেলকে (৩৬) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৭)। বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন বালুছড়া কুলাগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।রাসেল আনোয়ারা থানার পূর্ব কন্যারা গ্রামের মৃত আবু নাছের কন্ট্রাক্টরের ছেলে।
র‌্যাব জানায়, হত্যার শিকার মো. মানিক আনোয়ারা থানার ভিংরোল এলাকার বাসিন্দা। তার সঙ্গে রাসেল ও সেলিম নামে দুজনের পাওনা টাকার বিরোধ ছিল। গত ১৭ মার্চ রাসেল টাকা পরিশোধের কথা বলে মানিককে আনোয়ারার পরৈকোড়া এলাকায় নিয়ে যায়। সেখানে বাকবিতণ্ডার একপর্যায়ে দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মানিক মারা যান।
পরে গত ১৮ মার্চ মানিকের ভাই বাদী হয়ে রাসেলসহ দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, দীর্ঘদিন ধরে পলাতক থাকা এজাহারনামীয় আসামি রাসেলের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। গ্রেপ্তারের পর তাকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন