আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় র্যাব-৭ এর অভিযানে ৯৩ লাখ টাকা মূল্যমানের ৩০ হাজার ৯২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) পিএবি সড়কের আনোয়ারা সরকারহাট তৈলারদ্বীপ এলাকায় অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে একটি যাত্রীবাহী বাস তল্লাশীকালে তাদের গ্রেপ্তার করা হয়।তারা হলেন— কক্সবাজারের মহেশখালী উপজেলার শমসিদা (৩২) ও উখিয়া কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা মো. তৈয়ব আলী (৪৫)।
র্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গাড়িতে থাকা অভিযুক্ত দুই যাত্রীকে তল্লাশী করা হয়। এসময় ১৬টি বান্ডেলে বিশেষ কৌশলে রক্ষিত ১৫০টি পলিজার প্যাকেটের ভিতর হতে ৩০ হাজার ৯২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯৩ লক্ষ টাকা। পরবর্তী আইনি ব্যবস্থা হিসেবে গ্রেপ্তারদের আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়। আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী জানান, আটক দুজনকে ইয়াবাসহ থানায় হস্তান্তরের পর আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।




