১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ সন্ধ্যায় দেশে পৌঁছাবে হাদির মরদেহ

অনলাইন ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মরদেহ নিয়ে আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে ছাড়বে। ঢাকায় নামবে সম্ভাব্য সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ও ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিউরোসার্জারী বিভাগের রেসিডেন্ট ডা. মো. আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে শরিফ ওসমান বিন হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরও পড়ুন