নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের উদ্যোগে আইনজীবী অডিটরিয়ামে প্রতিবারের ন্যায় সমিতির কর্মচারী ও এতিম, দুস্থ এবং দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। আজ রোববার উক্ত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের নব নির্বাচিত সভাপতিএডভোকেট মধুসূদন দাশ এর সভাপত্বিতে এবং নব নির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট শিপন কুমার দে এর সঞ্চালনায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী যথাক্রমে রফিক আহমদ, জিয়া হাবীব আহসান, দিনমনি দে, শংকর প্রসাদ দে, তুষার সিংহ হাজারী, সমীর দাশগুপ্ত। এতে আরোও উপস্থিত ছিলেন মহানগর পিপি মো. মফিজুল হক ভূঁইয়া, জিপি মোহাম্মদ কাসেম চৌধুরী, চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের সাবেক সভাপতি নিতাই প্রসাদ ঘোষ, লিটন কান্তি গুহ, সাবেক সাধারণ সম্পাদক যথাক্রমে চন্দন বিশ্বাস, উত্তম দত্ত, চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের সাবেক সমন্বয়কারী চন্দন তালুকদার, বিবেকানন্দ চৌধুরী, রুপম কুমার ভট্টাচার্য্য, বর্তমান সমন্বয়কারী রক্তিম চন্দ্র নাথ সহ এডভোকেট প্রতীক কুমার দেব, দিলীপ চৌধুরী, ফৌজুল আমিন চৌধুরী, মো. কাসেম কামাল, মোহাম্মদ আনোয়ার হোসেন, হাসান মাহমুদ চৌধুরী, মো. দেলোয়ার, মো. জাহেদ, মো. তুহিন, নিজাম উদ্দিন, আবু তাহের, আলী আকবর সানজিক, নাজমুল হাসান সিদ্দিকী, বদরুল রিয়াজ, জালাল উদ্দিন পারভেজ, দীর্ঘতম বড়ুয়া, যিশু কান্তি দাশ, সুব্রত শীল রাজু, পান্না দাশ, টিপু শীল জয়দেব, পঙ্কজ কান্তি দে, ছোটন বোস,অর্পিতা দাশ, শুভ্রা দাশ, পলি ঘোষ, সুসজ্জিতা দাশসহ বিপুল সংখ্যক আইনজীবী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, অসাম্প্রদায়িক চেতনা সমুন্নত রেখে আমাদের সকলকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় সব সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সব সম্প্রদায়ের মানুষের আইনী অধিকার রয়েছে। এক্ষেত্রে আইনজীবীদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাহলে আমরা একটা নিরাপদ নগরী গড়ে তুলতে পারব। মানুষের মধ্য মনুষ্যত্ব বোধ জাগিয়ে তোলার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের উদ্যোাগে অসহায় মানুষদের মাঝে বস্ত্র বিতরণ আয়োজন কার্যক্রমকে স্বাগত জানিয়ে তিনি ভূয়সী প্রশংসা করেন। মানব সেবার ব্রত গ্রহনের মাধ্যমে আমাদেরকে দেশ ও জাতির কল্যানে নিয়োজিত হতে হবে। অন্যান্য বক্তরা গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।অনুষ্ঠানের শুরুতে গীতা থেকে পাঠ করেন এডভোকেট অঞ্জন প্রসাদ। অনুষ্ঠানে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ এবং বিজয়ার যে সকল সদস্য ইতিমধ্যে মুত্যুবরণ করেছেন তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
