নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরে বিভিন্ন অনিয়মের দায়ের চট্টেশ্বরী রোডের মিষ্টিমুখ কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, নিম্নমানের রং ও ফ্লেভার ব্যবহার ও বিক্রির জন্য মেয়াদবিহীন পণ্য মজুদ রাখার দায়ে রোববার চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
চসিকের জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, একই অভিযানে মেয়াদবিহীন ও উৎপাদিত প্রতিষ্ঠানের ঠিকানা বিহীন পণ্য বিক্রির জন্য রাখার দায়ে প্রভাতী কুলিং কর্নারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া রান্নাঘরের পরিবেশ অত্যন্ত নোংরা ও দুর্গন্ধময়, নিষিদ্ধ অ্যামোনিয়া খাদ্যদ্রব্যের সাথে মেশানোর দায়ে বাটালি হিলের ভাই ভাই হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।





