ক্রীড়া ডেস্ক : ম্যাচ হারার পর স্বাভাবিকভাবেই হতাশ থাকেন খেলোয়াড়রা। আবার ম্যাচটা যদি হয় ফাইনাল, তাহলে হতাশার মাত্রা বেড়ে যায় কয়েকগুণ।গতকাল এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে ৫ উইকেটে হারার পর এমন অবস্থাই হয়েছিল পাকিস্তান দলের। ফাইনাল হেরে যখন মন খারাপ, তখনই আবার শুরু হয়েছে নানা নাটকীয় ঘটনা।চ্যাম্পিয়ন ভারত এসিসি ও পিসিবির সভাপতি মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেবে না। শেষ পর্যন্ত ট্রফি না নিয়ে মাঠ ছেড়েছে ভারত। ট্রফি ছাড়াই মাঠে উদযাপন করেছেন সূর্যকুমার যাদব-হার্দিক পান্ডিয়ারা। এমন ঘটনা কোনো টুর্নামেন্টে এবারই প্রথম দেখা গেল।
রানার্স আপের পুরস্কার অবশ্য নিয়েছে পাকিস্তান। তবে আর্থিক পুরস্কারের চেক নেওয়ার পর হতাশাই প্রকাশ করেছেন দলের অধিনায়ক সালমান আলি আঘা। এতটাই যে প্রাইজমানির চেক নেওয়ার পর তা অতিথির সামনে ছুড়ে মারেন তিনি। ৭৫ হাজার ইউএস ডলারের চেকটি নাকভি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে নেওয়ার পর মঞ্চ ছাড়ার সময় ছুড়ে ফেলে দেন সালমান।
