১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

১৬ জলকপাট খোলা হলো সাড়ে ৩ ফুট : কাপ্তাই বাঁধ

কাপ্তাই প্রতিনিধি : টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার উপরে উঠে গেছে। এ কারণে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে বাঁধের ১৬ জলকপাট সাড়ে ৩ ফুট খুলে দিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। এতে সেকেন্ডে ৬৩ হাজার কিউসেক পানি নিঃসরণের হচ্ছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।
প্রকৌশলী মাহমুদ হাসান জানান, বর্তমানে হ্রদে পানি ১০৮ দশমিক ৯০ ফুট মিনস সি লেভেল রয়েছে। বিদ্যুৎ উৎপাদনের জন্য পাঁচটি ইউনিটে সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি ব্যবহার করা হচ্ছে, যার মাধ্যমে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।
তিনি আরও জানান, কাপ্তাই হ্রদে পানি বেড়ে যাওয়ায় গত ২০ আগস্ট রাত ৮টা থেকে ১৬টি জলকপাট খোলা হয়েছিল। চার দিনের পানি নিঃসরণের পর ২৩ আগস্ট বিকেলে পুনরায় পানি নিঃসরণ বন্ধ ঘোষণা করা হয়।
এর আগে, ৪ আগস্টও কাপ্তাই হ্রদের ১৬ জলকপাট খোলা হয়েছিল। আট দিন পানি ছাড়ার পর ১২ আগস্ট সকালে পুনরায় পানি নিঃসরণ বন্ধ করা হয়। পানি বিদ্যুৎ কেন্দ্রটি থেকে ২৩০ থেকে ২৪৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা রয়েছে।
এদিকে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট সাড়ে ৩ ফুট খুলে দেয়ার কারণে কর্ণফুলী নদীতে পানির স্রোত বেড়ে গেছে। এতে দুর্ঘটনার আশঙ্কায় রাঙামাটি-রাজস্থলীর সড়কের চন্দ্রঘোনা ফেরি সাময়িক বন্ধ রেখেছে সড়ক ও জনপদ (সওজ) কর্তৃপক্ষ।

আরও পড়ুন