২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল

অনলাইন ডেস্ক : হামাসের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির আওতায় গাজা থেকে আটক ১০ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। বর্তমানে ইসরায়েলের কারাগারে ৯ হাজার ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছে, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, রবিবার এই চুক্তির অংশ হিসেবে আটক ফিলিস্তিনিদের ছেড়ে দেয় ইসরায়েল। মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদের আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) দেইর আল-বালাহ শহরের আল-আকসা মার্টার্স হাসপাতালে নিয়ে যায়, যেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা করা হয়।ফিলিস্তিনি ও ইসরায়েলি মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, এসব বন্দির ওপর নির্যাতন, অনাহার ও চিকিৎসা অবহেলার অভিযোগ রয়েছে, যার ফলে অনেকের মৃত্যু হয়েছে।মানবাধিকার প্রতিবেদনে আরো বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনি বন্দিদের বিরুদ্ধে নির্যাতন ও অধিকার লঙ্ঘনের ঘটনা আরো বেড়েছে। অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া এই নৃশংস হামলায় এখন পর্যন্ত ৭০ হাজার ৯০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু। এ ছাড়া প্রায় ১ লাখ ৭১ হাজার ২০০ জন আহত হয়েছেন এবং পুরো গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

আরও পড়ুন