৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

হোয়াটসঅ্যাপ আনছে আকর্ষণীয় ফিচার, এই ফিচার কেন এত গুরুত্বপূর্ণ?

অনলাইন ডেস্ক : জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার যুক্ত করতে যাচ্ছে আরো একটি যুগান্তকারী ফিচার। নতুন এই সুবিধা চালু হলে ব্যবহারকারীরা তাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম ইউজারনেম হোয়াটসঅ্যাপেও ব্যবহার করতে পারবেন—যা মেটার সব প্ল্যাটফর্মকে আরো ঘনিষ্ঠভাবে একীভূত করবে। প্রযুক্তিবিষয়ক সাইট WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপের অ্যানড্রয়েড বেটা ভার্সনে ইউজারনেম সিস্টেমের পরীক্ষা চলছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা—
নিজেদের পছন্দের ইউজারনেম রিজার্ভ করতে পারবেন,অথবা ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ব্যবহৃত নামও ব্যবহার করতে পারবেন।কিভাবে কাজ করবে নতুন ফিচারটি?
জানা যায়, হোয়াটসঅ্যাপের সেটিংস → প্রোফাইল ট্যাবে যুক্ত হবে নতুন ‘ইউজারনেম’ অপশন। সেখান থেকেই ইউজারনেম নির্বাচন, পরিবর্তন বা রিজার্ভ করা যাবে। নির্বাচিত ইউজারনেমের মালিকানা নিশ্চিত হবে মেটার Accounts Center এর মাধ্যমে, যাতে একই নাম কেউ অপব্যবহার করতে না পারে।
এখনো সবার জন্য চালু নয়
আন্তর্জাতিক প্রযুক্তি গণমাধ্যম জানিয়েছে, ফিচারটি এখনো বেটা টেস্টিং পর্যায়ে আছে, সাধারণ ব্যবহারকারীদের জন্য এখনো উন্মুক্ত হয়নি।
তবে দ্রুতই এটি সবাই ব্যবহার করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।
কেন এই ফিচার গুরুত্বপূর্ণ?
মেটা চায় ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপকে একসঙ্গে সংযুক্ত করে ব্যবহারকারীদের একটি একীভূত পরিচয় দিতে। ফলে—
মেসেজিং হবে আরো সহজ,
ব্যবসায়িক যোগাযোগ আরও দ্রুত,
এবং প্ল্যাটফর্মগুলোর মধ্যে তথ্য স্থানান্তর আরও সুবিধাজনক হবে।
নিরাপত্তা আরো বাড়বে
ইউজারনেম চালু হলে ব্যবহারকারীরা চাইলে নিজেদের ফোন নম্বর গোপন রাখতে পারবেন।
বর্তমানে হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য আবশ্যিকভাবে ফোন নম্বর শেয়ার করতে হয়। নতুন ফিচারটি চালু হলে—
ইউজারনেম দিয়েই চ্যাট শুরু করা যাবে,
ফোন নম্বর শেয়ার না করেও নিরাপদে যোগাযোগ করা সম্ভব হবে।
এটি বিশেষ করে ব্যবসায়ী, কনটেন্ট ক্রিয়েটর, অনলাইন বিক্রেতা ও পাবলিক ফিগারদের জন্য বড় সুবিধা।
হোয়াটসঅ্যাপের অন্যান্য আসন্ন ফিচার
হোয়াটসঅ্যাপ আরো কিছু নতুন সুবিধার ওপর কাজ করছে, যেমন—
একাধিক ডিভাইসে একসঙ্গে একই অ্যাকাউন্ট ব্যবহার,
এআই-ভিত্তিক চ্যাট সাজেশন,
উন্নত স্ট্যাটাস ও স্টোরিজ সিস্টেম,
চ্যানেলগুলোর জন্য নতুন মনিটাইজেশন অপশন।
অন্যদিকে টিকটক ব্যবহারকারীদের জন্য জনপ্রিয় ১০টি হ্যাশট্যাগও আলোচনায় এসেছে, যা দ্রুত ভিউ বাড়াতে সাহায্য করতে পারে।
অফিসিয়াল ঘোষণা কবে?
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল, ইউজারনেম ফিচারটি ২০২৬ সালের মধ্যেই আনুষ্ঠানিকভাবে চালু করা হতে পারে। তবে বেটা টেস্টিং প্রত্যাশার চেয়ে দ্রুত অগ্রসর হওয়ায় অনেকেই মনে করছেন, এটি ২০২৫ সালেই কিছু ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হতে পারে।
এক নজরে নতুন সুবিধাগুলো
১. ফেসবুক ও ইনস্টাগ্রাম ইউজারনেম হোয়াটসঅ্যাপে ব্যবহার করা যাবে।
২. প্রোফাইল থেকেই ইউজারনেম রিজার্ভ বা পরিবর্তন করা যাবে।
৩. অ্যাকাউন্টস সেন্টারের মাধ্যমে মালিকানা যাচাই হবে।
৪. ফোন নম্বর গোপন রেখে ইউজারনেম দিয়ে চ্যাট করার সুবিধা আসতে পারে।
৫. ব্যবসা ও ব্যক্তিগত যোগাযোগ আরও সহজ ও নিরাপদ হবে। সূত্র : জিও নিউজ

আরও পড়ুন