অনলাইন ডেস্ক: ময়মনসিংহে ২০১৪ সালে পরকীয়ার জেরে খুন হওয়া পুলিশ সদস্য সাইফুল ইসলাম হত্যা মামলায় এক পুলিশ দম্পতিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে ময়মনসিংহ অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিজ্ঞ বিচারক হারুন-অর-রশিদ এ রায় দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন ঝালকাঠি জেলার নলছিটি থানার ভবানীপুর এলাকার মোনাসেফ আলীর ছেলে কনস্টেবল মো. আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন নেলী।মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালে ময়মনসিংহ নগরীর কাঁচিঝুলি এলাকায় পরকীয়া প্রেমিকা ও তার স্বামীর হাতে খুন হন পুলিশ সদস্য কনস্টেবল সাইফুল ইসলাম।খুনের পর বস্তাবন্দি অবস্থায় লাশ গুম করতে গিয়ে নগরীর টাউন হল মোড়ে লাশসহ পুলিশের হাতে আটক হন অভিযুক্ত পুলিশ দম্পতি।
ঘটনার পর নিহত সাইফুলের মা মোছা. মুলেদা বেগম কোতোয়ালি থানায় কনস্টেবল আলাউদ্দিন, তার স্ত্রী নাসরিন নেলীসহ আরো অজ্ঞাতনামা দুজনকে আসামি করে হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্ত ও শুনানি শেষে আজ বৃহস্পতিবার সকালে রায় দেন ময়মনসিংহ অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিজ্ঞ বিচারক হারুন-অর রশিদ।





