বিনোদন ডেস্ক: গানের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব দিলশাদ নাহার কনা। মাঝেমধ্যে নিজের বিভিন্ন মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন জনপ্রিয় এ কণ্ঠশিল্পী। সেই ধারাবাহিকতায় হঠাৎই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেন গায়িকা। যেখানে দেখা যাচ্ছে, মেহেদি হাতে সেজেছেন তিনি।ছবিটির ক্যাপশনে লিখেছেন, ‘আমার হাতে মেহেন্দি…’।
এরপরই রহস্য ঘনীভূত হয়। হঠাৎ মেহেদি হাতে ছবি কেন গায়িকার, কোনো সুখবর? কেউ কেউ সেই পোস্টে অভিনন্দন জানাচ্ছেন, আবার কেউ বা তার প্রশংসা করছেন। তবে এই রহস্য নিয়ে জানতে যোগাযোগ করা হয় কণ্ঠশিল্পীর সঙ্গে।
তবে রহস্য খোলাসা করতে চাননি গায়িকা। যেন আরো ঘনীভূত করলেন।দিলশাদ নাহার কনা বলেন, ‘এখন কিছুই বলতে চাচ্ছি না। থাকুক না রহস্য।সঠিক সময় আসলে সবাই জানতে পারবে।’ এদিকে সদ্যই অন্তর্জালে উন্মুক্ত হয়েছে বিকেএসপির প্রথম থিম সং। সেই গানে কণ্ঠ দিয়েছেন কনা। এ ছাড়াও নতুন বেশ কিছু গান নিয়ে ব্যস্ত রয়েছেন গায়িকা।





