২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

হঠাৎ মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির

অনলাইন ডেস্ক: সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশে বক্তব্য দিতে দিতে মঞ্চেই পড়ে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডা. শফিকুর রহমান। একবার নন, পরপর দুবার পড়ে যান তিনি। এরপর মঞ্চে বসেই বক্তব্য দেন তিনি।
শনিবার (১৯ জুলাই) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তৃতাকালে তিনি দুইবার মঞ্চে পড়ে যান। বসেই দীর্ঘ বক্তব্য দেন তিনি। এরপর নারায়ে তাক্ববীর স্লোগানও দেন তিনি।পরে কেন্দ্রীয় নেতারা তাকে ঘিরে ধরলে তিনি উঠে দাঁড়ান। কথা বলতে বলতে আবারও ঢলে পড়তে থাকেন। নেতৃবৃন্দ তাকে ঘিরে ধরলে তিনি বসে মহান আল্লাহর উপর কৃতজ্ঞতা পোষণ করে আলহামদুলিল্লাহ বলেন।বসে বসেই আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমি বলতে চাই আগামীর বাংলাদেশ কেমন হবে? আমি বলব আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ। একটা লড়াই হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে।

আরও পড়ুন