নিজস্ব প্রতিবেদক: এপিক হেলথ কেয়ারের চমেক ইস্ট গেইট শাখা তাদের প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে জাঁকজমকপূর্ণ আয়োজনে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, “দেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে হলে নিত্য নতুন প্রযুক্তি সংযোজনের পাশাপাশি সেবার মান উন্নয়নে মনোযোগী হতে হবে। এই প্রয়াসে এপিক হেলথ কেয়ারের মতো প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এপিক হেলথ কেয়ারের ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার এস. এম. আবু সুফিয়ান, ডাইরেক্টর আনোয়ার হোসেন, ডাইরেক্টর তহমিনা মরিয়ম ও তানজিনা কবিরসহ প্রতিষ্ঠানটির অন্যান্য উর্ধতন কর্মকর্তারা।
এপিক হেলথ কেয়ার তাদের চমেক পূর্বগেইট শাখায় আধুনিক প্রযুক্তি নির্ভর ডায়াগনস্টিক ও চিকিৎসা সেবা দিয়ে ইতোমধ্যে স্থানীয় জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে তারা বিশেষ ক্যাম্পেইন এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আগামীতেও রোগীবান্ধব সেবা ও প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
