হাটহাজারী প্রতিনিধি:উত্তর চট্টলার ঐতিহ্যবাহী হাটহাজারী উপজেলার একমাত্র ক্লাব চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের অনুমোদনপ্রাপ্ত সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠান “মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতি” কর্তৃক আয়োজিত সৈয়দ মসউদ উল্লাহ মাস্টার স্মৃতি গোল্ডকাপ টুর্ণামেন্ট ২০২৫ এর ট্রপি উম্মোচন আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় মির্জাপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এই টুর্ণামেন্টর পৃষ্ঠপোষকতা করছেন সংগঠনের সাবেক সভাপতি ও আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সৈয়দ মোস্তফা আলম মাসুম। ট্রপি উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ ফরিদ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রীড়ানুরাগী আলহাজ্ব সৈয়দ আব্দুল জব্বার, বিশিষ্ট সমাজ সেবক ও স্থায়ী জনপ্রতিনিধি মুহাম্মদ ইয়াকুব। ১৬টি দল নিয়ে এই টুর্ণামেন্ট শুরু হচ্ছে, দলগুলো যথাক্রমে-মির্জাপুর বৌদ্ধ একতা সংঘ, চারিয়া খেলোয়াড় সমিতি, গুমানমর্দন ফুটবল একাডেমি, ফটিক ছড়ি সুয়াবিল এফসি, গহিরা টিম ওয়ারিয়াস রাউজান, মির্জাপুর মনিং স্টার ক্লাব, হাজী বদিউর রহমান ফুটবল একাদশ, নাজির হাট ফুটবল একাডেমি, মির্জাপুর ভেলোয়ার পাড়া সমাজকল্যাণ পরিষদ, ধলই পশ্চিম এনায়েতপুর ফুটবল একাদশ, মির্জাপুর বুলবুলি পাড়া ফুটবল একাদশ, তালুকদার পাড়া ফুটবল একাদশ, ধলই ফ্রেন্ডস্ স্কোয়ার্ড কাটিরহাট, ইয়াং স্টার ক্লাব চারিয়া, ওবাইদুল্লাহ নগর ফুটবল একাডেমি, বালুখালি ইলেভেন স্টার ক্লাব। প্রত্যেক টিমের দলের দলীয় ম্যানেজার/প্রতিনিধি উক্ত যথাসময়ে উপস্থিত থাকার জন্য টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ ইসহাক ও সদস্য সচিব কাজী রবিউল ইসলাম রবি বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।
