ক্রীড়া ডেস্ক: আগামী ফেব্রুয়ারিতে বসছে টি–টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপকে সামনে রেখে আন্তর্জাতিক ক্রিকেটে শেষবারের মতো মাঠে নামছে বাংলাদেশ। তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে এখন ১–১ সমতা। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ জিতে বছরটা জয়ের স্বাদ নিয়েই শেষ করতে চায় টাইগাররা। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে সেই লক্ষ্যেই মাঠে নামবে লিটন দাসের দল।এখন অপেক্ষা—শেষ হাসি কার মুখে ফুটবে, বাংলাদেশ না আয়ারল্যান্ড।মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ২টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টি–স্পোর্টস।টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের পর টি–টোয়েন্টিতে পা রেখেই হোঁচট খায় বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ম্যাচে ৩৯ রানে হারে লিটন দাসের দল।
তবে দ্বিতীয় ম্যাচেই দৃঢ় প্রত্যয়ে ফিরে দাঁড়ায় বাংলাদেশ। ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একসময় ম্যাচ হাতছাড়া হওয়ার শঙ্কা থাকলেও শেষ দিকে মোহাম্মদ সাইফউদ্দিনের ৭ বলে ১৭ রানের ক্যামিওতে ৪ উইকেটের জয় তুলে নেয় টাইগাররা।ইমন–লিটনের ব্যাটে গড়া জুটি ও লড়াকু ইনিংস দলকে ম্যাচে ধরে রাখে। পারভেজ হোসেন ইমন ৪৩ ও অধিনায়ক লিটন দাস ৫৭ রান করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তিন ম্যাচের সিরিজ এখন ১–১। আজকের ম্যাচ জিতলেই সিরিজ নিয়ে নেবে বাংলাদেশ। অন্যদিকে, জিতলে প্রথমবারের মতো যেকোনো ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের আনন্দ পাবে আয়ারল্যান্ড।সিরিজের শেষ ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দলে ফিরেছেন ব্যাটার শামীম পাটোয়ারি, যিনি প্রথম দুই ম্যাচে ছিলেন না।এখন পর্যন্ত দশবার টি–টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে দুই দল। বাংলাদেশ জিতেছে ৬ বার, আয়ারল্যান্ড ৩ বার। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। সর্বশেষ ২০২৩ সালে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ ২–১ ব্যবধানে জিতেছিল টাইগাররা।
বাংলাদেশ দল:
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ–অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলি, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদি, রিশাদ হোসেন, শামীম হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
আয়ারল্যান্ড দল:
পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, বেন ক্যালিটজ, কার্টিস ক্যাম্পফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম্যাথিউ হামফ্রিজ, জশ লিটল, ব্যারি ম্যাকার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়ং।





