১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

সিআরবিতে অগ্নিকাণ্ড: ১৪ পরিবারের পাশে দাঁড়াল এনসিপি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সিআরবি এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের মাঝে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম শাখা। শুক্রবার (২ মে) দুপুরে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেন এনসিপি’র দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের হাতে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় উপহারসামগ্রী তুলে দেন।
এনসিপি নেতারা জানান, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়-মানবিক দায়বদ্ধতা থেকেই তারা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তারা বলেন, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি।ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায়তা পেয়ে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলাম। এই সহায়তা আমাদের আবার নতুন করে শুরু করার সাহস দিয়েছে।
সহায়তা কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম জেলা শাখার সংগঠক রকিবুল হাসান, মোহাম্মদ বেলালসহ জেলা ও মহানগরের নেতাকর্মীরা।এতে অংশ নেয় হেল্পলেস স্মাইল ফাউন্ডেশনও। ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. কামরুল কায়েস চৌধুরী এবং সেক্রেটারি হেলাল শিকদার উপস্থিত থেকে সহায়তা বিতরণে অংশ নেন।জাতীয় নাগরিক পার্টির নেতারা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন