২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সামান্য আয়েও কুকুরছানাকে মাংস খাওয়ান ওয়াদুদ

অনলাইন ডেস্ক: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল গ্রামের আবদুল মালেকের ছেলে আবদুল ওয়াদুদ (৪০)। ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ছোট্ট একটি ছাপড়া ঘরে বড়ভাই হারুন অর রশিদের সঙ্গে গাড়ির টায়ার মেরামতের কাজ করেন আবদুল ওয়াদুদ। দুই বছর ধরে তারা ভালুকায় আছেন।ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় চলার পথে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাড়কের ড্রেনের পাশে বসে নিজের বানানো ছুরি দিয়ে ক্ষুদ্রাকারে মুরগির মাংস কাটছেন আবদুল ওয়াদুদ।
আর ড্রেনের ভেতর থেকে উঁকি দিয়ে তাকিয়ে সেই মাংস কাটা দেখছে কয়েকটি তুলতুলে কুকুর ছানা। একপর্যায়ে গুটি গুটি পায়ে দুইটি কুকুরছানা ড্রেন থেকে বের হয়ে মাংসের দু’টি টুকরা মুখে নিয়ে আবার ড্রেনে ফিরে গেল। ড্রেনের পাশে শুয়ে আছে মা কুকুর।
কথা বলে জানা যায়, ওই ড্রেনের ভেতর কুকুরের সাতটি ছানা রয়েছে।ছানাগুলোর বয়স বড়জোর এক মাস। ছানাসহ মা কুকুরকে আবদুল ওয়াদুদ সকালে, দুপুরে মুরগির মাংস রাতে মুরগির নাড়িভুড়ি কিনে খেতে দেন। এতে প্রতিদিন তার ১৬০-১৭০ টাকা খরচ হয়। মায়ের দুধ পানের পাশাপাশি অন্য খাবার খেতে শুরু থেকেই মুরগির মাংস ও নাড়িভুড়ি খেতে দেওয়া হচ্ছে ছানাগুলোকে।
ছাপড়ার পাশে একটি পাত্রে পানি রাখা। মা কুকুরটি দিনে কয়েকবার ওই পাত্র থেকে পানি পান করে যায়।আবদুল ওয়াদুদ জানান, তিনি দুই সন্তানের জনক। মেয়ে বড়, ছেলে ছোট। মেয়েকে বিয়ে দিয়েছেন।
ছেলে ফুলবাড়িয়ায় একটি মুরগির দোকানে কাজ করে। তারা দুই ভাই ভালুকায় সড়কের পাশের ছোট্ট ওই ছাপড়া ঘরে গাড়ির টায়ার মেরামতের কাজ করে সেখানেই রাত্রিযাপন করেন। ছেলে ফুলবাড়িয়ায় একটি মুরগির দোকানে কাজ করে। দোকানের মালিক তার বড় ভাই। ভাইয়ের সঙ্গে কাজ করে তিনবেলা খাবার ও অন্যান্য খরচ বাদে তার ৪-৫ শত টাকা থাকে। সেই টাকা থেকেই তিনি কুকুর ছানাগুলোকে খাবার দেন। অবশিষ্ট টাকা পরিবারের জন্যে বাড়িতে পাঠান।
তিনি জানান, ভালো লাগে তাই, ছানাগুলোকে তিনবেলা খেতে দেন। মা কুকুরটির বয়স এখন দেড় বছর। ছোট অবস্থা থেকেই তিনি ওকে পালন করছেন। নিজেরা খাবার সংগ্রহ করে না খেতে পারা পর্যন্ত তিনি ছানাগুলোকে খেতে দেবেন। ওই সময় একাধিক পথচারী বলেন, ‘নিম্ন আয়ের আবদুল ওয়াদুদ নিঃসন্দেহে একজন পশুপ্রেমী মানুষ। নিম্ন আয়ের মানুষ হয়েও তিনি মুরগি কিনে কুকুরছানাগুলোকে খেতে দিচ্ছেন।

আরও পড়ুন