বিনোদন ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা পরিচালিত প্রথম সিনেমা ‘সাইলেন্স: এ মিউজিক্যাল জার্নি’ বর্তমানে দেশের প্রেক্ষাগৃহগুলোতে প্রদর্শিত হচ্ছে, যা চলচ্চিত্রপ্রেমী ও সংগীত অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।গুণী এই শিল্পীর পরিচালনায় অভিষেক হওয়া এই চলচ্চিত্রটি একটি মিউজিক্যাল ড্রামা, যার গল্প আবর্তিত হয়েছে গ্রামের এক বাউল ঘরের মেয়ের সংগীত যাত্রাকে কেন্দ্র করে।ফোক গান গেয়ে যিনি খ্যাতি অর্জনের আশায় শহরে আসেন, কিন্তু জৌলুস ও প্রতিযোগিতার ভিড়ে তার ভেতরের গানের আসল সত্তাটি ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করে।পরিচালক ইমন সাহা এই ছবিতে জাগতিক জীবনের লোভ এবং আধ্যাত্মিক আত্ম-অনুসন্ধানের মধ্যেকার সূক্ষ্ম সম্পর্ককে শৈল্পিকভাবে তুলে ধরেছেন, যা দর্শকদের একটি নতুন ধারার গল্পের স্বাদ দিচ্ছে।চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় তারকারা—যার মধ্যে রয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক, অভিনেত্রী নীলাঞ্জনা নীলা, ইন্টেখাব দিনার এবং শক্তিমান অভিনেতা আজাদ আবুল কালাম। এই তারকার সমাবেশ ছবিটির গল্পের গভীরতাকে আরও ফুটিয়ে তুলেছে।দেশের আধুনিক মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সের শাখাগুলোসহ ব্লকবাস্টার, লায়ন, শ্যামলী, বগুড়া মম ইন, গ্র্যান্ড সিলেট, সাভার সেনা অডিটোরিয়াম, নারায়ণগঞ্জ সিনেস্কোপ, কুষ্টিয়া স্বপ্নীল এবং চট্টগ্রামের সুগন্ধা সহ দেশের বিভিন্ন সিনেমা হলে ছবিটি মুক্তি পেয়েছে।এই চলচ্চিত্রটির প্রচারণা ও দর্শকদের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার লক্ষ্যে মঙলবার ‘সাইলেন্স: এ মিউজিক্যাল জার্নি’ সিনেমার সম্পূর্ণ টিম চট্টগ্রামে এসেছেন সেদিন স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় এক বিশেষ প্রদর্শনী, যেখানে দর্শকদের তাদের প্রিয় তারকাদের সঙ্গে সিনেমাটি দেখার এবং সরাসরি কথা বলার এক চমৎকার সুযোগ থাকবে।
সুরকার থেকে সফল চলচ্চিত্র পরিচালক হিসেবে ইমন সাহার এই নতুন যাত্রা এবং একঝাঁক প্রতিভাবান তারকার উপস্থিতি ‘সাইলেন্স’ চলচ্চিত্রটিকে চলতি বছরের অন্যতম আলোচিত ও গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।সিনেমাটিতে কন্ঠ শিল্পী হিসেবে প্লেব্যাক করেছেন শিল্পী কোনাল,বর্ষা আচল,কিশোর দাশ, শাহরিম মিম ও সুমন রায়।





