নিজস্ব প্রতিবেদক : দেশের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে বেড়েই চলেছে সয়াবিন তেলের দাম। এক মাসের ব্যবধানে প্রতি মণে সয়াবিন তেলের দাম বেড়েছে ৫০০ টাকা পর্যন্ত। শুধু এই তেল নয়, দাম বেড়েছে সুপার পাম ও পাম তেলের দামও।
কয়েকদিন আগে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশীয় বাজারেও প্রতি লিটারে ১০ টাকা বাড়াতে হবে একথা বলে ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স এন্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেয়। গত সোমবার ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে দাম লিটারে এক টাকা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায় বাণিজ্য মন্ত্রণালয়। তবে দাম বাড়ানোর বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারী কোম্পানিগুলো। কিন্তু তার আগেই পাইকারি বাজারে বেড়ে গেছে সয়াবিন, সুপার পাম ও পাম অয়েলের দাম। আর সেটির প্রভাব পড়েছে খোলাবাজারেও। কয়েকদিনের ব্যবধানে সয়াবিন ও সুপার পাম তেলের দাম লিটারে পাঁচ টাকা পর্যন্ত বেড়ে গেছে।
এক মাসে দাম বাড়ল ৫০০ টাকা: খাতুনগঞ্জের ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার বাজারে প্রতি মণ সয়াবিন তেল বিক্রি হয়েছে ৬ হাজার ৭০০ টাকা। অথচ এক মাস আগে এই তেল বিক্রি হয়েছিল মণ প্রতি ৬ হাজার ২০০ টাকা। অর্থাৎ দাম বেড়েছে ৫০০ টাকা। সুপার পাম এক মাস আগে বিক্রি হয়েছিল প্রতি মণ ৫ হাজার ৯৫০ টাকায়। এক মাসের ব্যবধানে ১৫০ টাকা বেড়ে এই তেল এখন বিক্রি হচ্ছে ৬ হাজার ১০০ টাকায়। দাম বেড়েছে পাম তেলের দামও। এক মাস আগে যে পাম তেল বিক্রি হয়েছিল ৫ হাজার ৭৬০ টাকা, সেটি এখন বিক্রি হচ্ছে ৫ হাজার ৯৮০ টাকা।
খাতুনগঞ্জের একজন ভোজ্যতেল ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার অজুহাত দেখিয়ে একটা সিন্ডিকেট বাজারে তেলের দাম বাড়িয়ে দিয়েছে। কিন্তু আমরা দেখেছি, বিশ্ববাজারে সেভাবে বাড়েনি, যে হারে আমাদের বাজারে বেড়েছে।’
প্রভাব পড়েছে খোলাবাজারেও: খুচরা পর্যায়ে প্রতি লিটার খোলা সয়াবিন তেল এখন বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৭২ টাকা। আর সুপার পাম অয়েলের লিটার বিক্রি হয়েছে ১৫৫ টাকা থেকে ১৬০ টাকা দরে। অথচ পাঁচদিন আগেও প্রতি লিটার খোলা সয়াবিনের দাম ছিল ১৬৯ ও পাম অয়েলের দাম ছিল ১৫০ টাকা।
খুচরা ব্যবসায়ীরা জানান, পাইকারিতে বাড়ার কারণে খুচরা বাজারেও খোলা তেলের দাম বেড়েছে। তারা বলেছেন, কয়েকদিনের ব্যবধানে প্রতি ড্রাম (২০৪ লিটার) খোলা সয়াবিন তেলের দাম ৩২ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৩৪ হাজার ৪০০ টাকা। আর প্রতি ড্রাম খোলা সুপার পাম অয়েলের দাম ২৯ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৩১ হাজার টাকা।
