১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সড়ক দূর্ঘটনায় আহত মহিলা দল নেত্রী নাসিমা আলমের পাশে নেতৃবৃন্দ

খবর বিজ্ঞপ্তি: সড়ক দূর্নর্ঘটনায় আহত বায়েজিদ বোস্তামী থানার আওতাধীন তারাগেট আর্মস ব্যাটেলিয়ান ক্যাম্প সংলগ্ন বাসভবনে চিকিৎসাধীন, জাতীয়তাবাদী মহিলা দল বায়েজিদ বোস্তামী থানার সাধারণ সম্পাদক এবং নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রামের আহ্বায়ক কমিটির সদস্য মিসেস নাসিমা আলমের সর্বশেষ চিকিৎসার খোঁজখবর নেন নেতৃবৃন্দ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চিকিৎসক, সাবেক ছাত্রদল নেতা ডাক্তার সালাউদ্দিন স্বপনে’র নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রামের দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত সদস্য সাজ্জাদ হোসেন খান, ২ নং জালালাবাদ ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্য সচিব জাভেদ ওমর, নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রামের সদস্য মনির হোসেন আবির সহ অসংখ্য নেতৃবৃন্দ প্রমূখ।

আরও পড়ুন