৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সচিবালয়ে নতুন ভবনে আগুন

অনলাইন ডেস্ক: ঢাকার সচিবালয়ের নতুন কেবিনেট ভবনের অষ্টম তলায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। আজ রবিবার (৩০ নভেম্বর) এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস জানায়, সচিবালয়ের নতুন ১ নম্বর ২০ তলা ভবনের ৯ তলায় ভবনের বাইরের এডজাস্ট ফ্যানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছিল।
ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট গেলেও কোনো কাজ করতে হয়নি। ফায়ার এক্সটিংগুইশার দিয়ে ফায়ার সার্ভিস কর্তৃক আগুন নেভানো হয়।
জানা যায়, ভবনে আগুন লাগার পরপরই সেখানে কর্মরত সবাই দ্রুত নিচে নেমে আসেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন