অনলাইন ডেস্ক: ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দুই কোটি টাকার সোনাসহ দুই জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন।আটক দুজন হলেন—শরীফুল আলম ও মো. জুবায়ের। শনিবার সন্ধ্যায় তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে।
বিমানবন্দর এপিবিএনের এএসপি রাকিব হাসান ভূঁইয়া বলেন, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের আগমনী এক ও দুই নম্বর ক্যানোপি এলাকার মাঝখান থেকে ওই দুজন পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেট কার নিয়ে পালানোর চেষ্টা করলে এয়ারপোর্ট এপিবিএন ফোর্স তাদেরকে আটক করে।“এরপর ওই গাড়ি তল্লাশি করে সিটের মাঝখানে টুলবক্স থেকে ১৩টি কফি কালারের ছোট ব্যাগের ভেতর থেকে মোট ১ হাজার ৫৭৭ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।”২২ ক্যারেট মানের স্বর্ণালংকারগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৯২ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা বলে জানান রাকিব।
তিনি বলেন, ”জিজ্ঞাসাবাদে এপিবিএন জানতে পেরেছে, উদ্ধার করা স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়। আটক দুজন দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছিলেন।”
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “সাম্প্রতিক সময়ে স্বর্ণ চোরাচালানের তৎপরতা অতীতের তুলনায় বৃদ্ধি পেয়েছে। বিমানবন্দর ব্যবহার করে যে কোনো চোরাচালান রোধে আমরা সর্বোচ্চ সতর্ক আছি।”
