লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়ায় একটি ভবনের এসির কম্প্রেসারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জিহাদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বটতলী এলাকায় ব্যাংক এশিয়া ভবনের তৃতীয় বাইরের অংশ থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।নিহত জিহাদ কুমিল্লার দেবিদ্বার উপজেলার ঘোনাইঘর ইউনিয়নের কাছারি কলা গ্রামের মো. শফিকুল ইসলাম গাজীর ছেলে। তিনি লোহাগাড়ায় ভাড়া বাসায় থাকতেন এবং ভাঙ্গারি ব্যবসা করতেন।
ফায়ার সার্ভিস জানায়, শর্ট সার্কিটের কারণে এসির কম্প্রেসারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। ধারণা করা হচ্ছে, রাতের কোনো সময় কম্প্রেসার মেশিন চুরি করার চেষ্টা করছিলেন জিহাদ।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাজ্জাদ জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।লোহাগাড়া থানার এসআই কায়কোবাদ জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
