২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাশিয়ার গমবাহী জাহাজ নোঙ্গর করেছে কুতুবদিয়ায়

কুতুবদিয়া প্রতিনিধি: চট্টগ্রামের কুতুবদিয়া বহির্নোঙরে নোঙর করেছে রাশিয়া থেকে আসা গমবাহী জাহাজ এমভি পার্থ। জাহাজটিতে মোট ৫২,৫০০ মেট্রিক টন গম রয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ৭ জুলাই সম্পাদিত চুক্তির আওতায় এটি দেশের জন্য প্রথম চালান। ইতোমধ্যে জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কাজ শেষ হয়েছে। পাশাপাশি দ্রুত খালাস কার্যক্রম শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আমদানিকৃত মধ্যে ৩১,৫০০ মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে খালাস করা হবে। বাকি ২১,০০০ মেট্রিক টন গম খালাস হবে মোংলা বন্দরে।

আরও পড়ুন