৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজনৈতিক পোস্ট দেওয়া রিচির ফেসবুক পেইজটি ভুয়া

বিনোদন ডেস্ক: এক সময়ের জন প্রিয় অভিনেত্রী রিচি সোলায়মানের নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট সামাজিক মাধ্যমে নিয়মিত রাজনৈতিক পোস্ট করে যাচ্ছে। তবে ওই ফেসবুক অ্যাকাউন্টটি রিচি সোলায়মানের নয়। অভিনেত্রী নিজেই তার ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি জানিয়েছেন।বেশকিছুদিন যাবত রিচির ছবি ব্যবহার করে এই অ্যাকাউন্টটি নিয়ন্ত্রণ করা হচ্ছে।এতে বোঝার উপায় নেই অভিনেত্রী এটি চালাচ্ছেন না। রিচি সোলায়মানের এই ফেসবুল্ক পেইজটির রিচ, এনগেজমেন্ট ও রিয়েকশন বেশ ভালো। ফলে স্বভাবতই নেটিজেনরা সহজেই বিভ্রান্ত হচ্ছেন। তবে এই পেইজটি যে রিচি নিয়ন্ত্রণ করেন না এবং এটি ভুয়া, সে কথা জানিয়ে গতকাল বুধবার রিচি বলেন, আমি রিচি সোলায়মান, একজন অভিনেত্রী।দেশপ্রেম এবং রাজনৈতিক সচেতনতা -দুটোই আমার আছে। কিন্তু যেহেতু রাজনীতি আমার পেশা নয়, আমি কখনোই কোনো রাজনৈতিক পোস্ট দেইনা বা আলাপ করি না।


দেশের এই অভিনেত্রী বলেন, আমি উদ্বেগের সাথে জানাচ্ছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন তথাকথিত অক্ষত পত্রিকা আমার ছবি এবং নাম ব‍্যবহার করে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য প্রচার করছে। আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই -এসব আমার বক্তব্য নয় এবং এহেন হীন কর্মের আমি তীব্র নিন্দা জানাই।
দেশের নাট্যাঙ্গনের এক সময়ের আলোকিত ও ব্যস্ত অভিনেত্রী রিচি সোলায়মান। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেন বেশ কয়েকটি নাটক-টেলিফিল্ম। এমনকি তার প্রযোজনা সংস্থা থেকে সিনেমা নির্মাণেরও ঘোষণা দিয়েছিলেন। কিন্তু স্বামী, সন্তান ও সংসারের ব্যস্ততার কারণে অভিনয় এবং প্রযোজনা দুটোই কমিয়ে দেন নন্দিত এই অভিনেত্রী। শুধু তাই নয়, একসময় স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে যান।
তার স্বামী রাশেক মালিক বতর্মানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পুলিশের ডিটেক্টিভ। তবে অভিনয় ও মনের টানে মাঝেমধ্যেই ঢাকা আসতেন তিনি। আর এসেই নির্মাতাদের বিশেষ অনুরোধে কাজ করতেন দুয়েকটি নাটক কিংবা টেলিফিল্মে।
যদিও কয়েক বছর ধরে দুই ছেলেমেয়ে নিয়ে ঢাকাতেই অবস্থান করছেন তিনি। কারণ হিসেবে তিনি বলেন, দুই সন্তানকে বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতিতে বিকশিত করে তোলার জন্যই বাংলাদেশে বসবাস করছেন তিনি। কিছুদিন আগে আবার স্বামীর কর্মস্থল আমেরিকাতে গেছেন রিচি সোলায়মান।

আরও পড়ুন