অনলাইন ডেস্ক: পিরোজপুরের নেছারাবাদে সেনা ক্যাম্পের নেতৃত্বে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে মাদক কারবারি রাসেল হাওলাদার (৩৫) ও তার স্ত্রী নাসরীন আক্তারকে (৩০) আটক করা হয়েছে। এ সময়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।বুধবার (২৮ জানুয়ারি) রাত ৩টার দিকে নেছারাবাদ উপজেলার রাসেলের নিজবাসায় এ অভিযান পরিচালনা করা হয়। রাসেল স্বরূপকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জগৎপট্টি গ্রামের মৃত আবুল কালামের ছেলে।
জানা যায়, দীর্ঘদিন ধরে এই দম্পতি এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং গোপনে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। অভিযানের সময় তাদের বসতঘর তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্থানীয় মাদক ক্রেতা ও সেবনকারীদের নাম প্রকাশ করেছেন।উদ্ধার আলামতের মধ্যে রয়েছে- ৩৩০ পিস ইয়াবা, ৭ গ্রাম গাঁজা, ১২টি মোবাইল ফোন, ৫টি সিম কার্ড, ২টি সিসি ক্যামেরা, ১টি মেমোরি কার্ড, ৬টি গ্রাইন্ডার মেশিন, একটি জঙ্গল নাইফসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম।অভিযান শেষে আটকদের উদ্ধার আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।
নেছারাবাদ সেনা ক্যাম্পের অফিসার আল আরাফের জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে রাতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দম্পতিদের গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ তাদের আদালতে প্রেরণ করা হবে।




