২২শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

যুক্তরাজ্যে উড্ডয়নের পরই প্লেন বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের ইংল্যান্ডের এসেক্স জেলার সাউথএন্ড বিমানবন্দরে উড্ডয়নের পরপরই ছোট একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় রোববার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে বিচক্র্যাফট বি ২০০ প্লেনটি এ দুর্ঘটনার শিকার হয়।এসময় ভয়াবহ বিস্ফোরণ এবং আগুনের গোলা সৃষ্টি হয়। এ দুর্ঘটনার কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে সাউথএন্ড বিমানবন্দর।
এসেক্স পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বিকেল ৪টার দিকে সাউথেএন্ড বিমানবন্দরে ১২ মিটার দীর্ঘ একটি প্লেন বিধ্বস্ত হয়। পুলিশ ও জরুরি পরিষেবা কর্মীরা বর্তমানে উদ্ধার কাজ করছে। বিচক্র্যাফট বি ২০০ এক ধরনের ছোট প্লেন। দুজন পাইলটসহ সর্বোচ্চ ১১ জনকে নিয়ে এ প্লেন উড়তে পারে। দুর্ঘটনার সময় এতে কতজন ছিলেন, তা জানায়নি পুলিশ। দুর্ঘটনায় হতাহতের সংখ্যাও জানা যায়নি।

আরও পড়ুন