২৪শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি অবশেষে ধরা, ৩৩ বছর আত্মগোপনে

নিজস্ব প্রতিবেদক: ফটিকছড়ি থানায় ৩৩ বছর আগের এক হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নাসিরুল ইসলাম (৫২)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার (২৭ জুন) সকালে সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার নাসিরুল ইসলাম ফটিকছড়ির ভুজপুর থানার পূর্ব ভুজপুর এলাকার আহমদ হোসেন টুনুর ছেলে।
র‍্যাব-৭ জানায়, ১৯৯২ সালের একটি হত্যা মামলায় আদালত নাসিরুল ইসলাম ওরফে শওকতের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
রায় ঘোষণার আগে থেকেই আত্মগোপনে চলে যান শওকত। দীর্ঘ তিন দশক ধরে ছদ্মনামে তিনি সীতাকুণ্ডের কুমিরা এলাকায় বসবাস করছিলেন।শুক্রবার সকাল ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে ভুজপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন