৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে যুব প্রশিক্ষণ অনুষ্ঠিত

মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওচমানপুরের বাঁশখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “সামাজিক স্বেচ্ছাসেবা, নেতৃত্ব ও সম্প্রীতি উন্নয়ন” শীর্ষক যুব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দুইদিন দিনব্যাপী পিকেএসএফ-এর সহযোগিতায় ও বেসরকারি উন্নয়ন সংস্থা অপকা বাস্তবায়িত সমৃদ্ধি কর্মসূচির ‘উন্নয়নে যুব সমাজ’ কার্যক্রমের আওতায় প্রশিক্ষণে ওসমানপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ৫০ জন যুবক যুবতী অংশ নেন। প্রথম সেশনে প্রশিক্ষণ পরিচালনা করেন বাঁশখালী হাজী দেলোয়ার হোসেন ভূঁইয়া মদীনাতুল উলুম নূরানী মাদ্রাসার শিক্ষক মাওলানা নিজাম উদ্দিন ও পূর্ব সাহেবপুর ওমর রা: জামে মসজিদের ইমাম জয়নাল আবেদীন। দ্বিতীয় সেশনে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়কারী রিফাত আহমেদ। উপস্থিত ছিলেন সহকারী সমন্বয়কারী শফি উদ্দিন এবং স্বাস্থ্য কর্মকর্তা মোমিন উল্যাহ সাজিদ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম বলেন, “যুবরাই সমাজ পরিবর্তনের মূল শক্তি। নেতৃত্ব ও স্বেচ্ছাসেবার চর্চা তরুণদের দক্ষ করে তোলে এবং সমাজকে ইতিবাচকভাবে এগিয়ে নেয়।”প্রশিক্ষণে সামাজিক দায়বদ্ধতা, নেতৃত্ব বিকাশ, স্বেচ্ছাসেবা, সহনশীলতা ও সম্প্রীতি রক্ষার নানা দিক তুলে ধরা হয়।

আরও পড়ুন