২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মায়ের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চাইলেন তারেক রহমান

অনলাইন ডেস্ক: মায়ের ভুল–ত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে তাঁর জন্য দোয়া করতে অনুরোধ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। একই সঙ্গে খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় কারও কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকলে তাঁর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।বুধবার (৩১ ডিসেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজার আগে পরিবার ও দলের পক্ষ থেকে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
বক্তব্যে তিনি বলেন, ‘আজ এখানে উপস্থিত সব ভাই ও বোনদের উদ্দেশে বলছি—আমার মা বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় যদি আপনাদের কারও কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ, আমি তা পরিশোধের ব্যবস্থা করবো।’
তিনি আরও বলেন, ‘একই সঙ্গে মা জীবিত থাকা অবস্থায় তাঁর কোনো ব্যবহার বা কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। আপনারা দোয়া করবেন, আল্লাহ তা’আলা যেন তাঁকে বেহেশত নসিব করেন।’
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক খালেদা জিয়ার জানাজা পড়ান। জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির শীর্ষ নেতারা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং বিদেশি অতিথিরা। পুরো আয়োজন পরিচালনা করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।এ ছাড়া জানাজায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরাও খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নেন। সাবেক প্রধানমন্ত্রীর জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের ঢল নামে। এর আগে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনা হয়। সকাল থেকেই জাতীয় সংসদ ভবনসংলগ্ন এলাকায় জড়ো হতে থাকেন শোকার্ত মানুষ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মানুষের স্রোত রূপ নেয় জনসমুদ্রে। কারও হাতে কালো ব্যাজ, কারও চোখে অশ্রু—সবার বুকে একই শোক, দেশের গণতান্ত্রিক রাজনীতির এক আপসহীন নেত্রীকে হারানোর বেদনা।
মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন খালেদা জিয়া। তার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। একইসঙ্গে সাধারণ ছুটি ঘোষণা করা হয় বুধবার। এছাড়া সাতদিনের শোক কর্মসূচি পালন করছে বিএনপি।

আরও পড়ুন