২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মহিলা সমাবেশ জামায়াতের যুগান্তকারী মুভ : মেঘলা

অনলাইন ডেস্ক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৩১ জানুয়ারি ‘প্রতিবাদী সমাবেশ’ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। এটিকে জামায়াতে ইসলামীর একটি যুগান্তকারী মুভমেন্ট বলে মন্তব্য করেছেন জাকসু এজিএস (শিবির সমর্থিত প্যানেল) আয়েশা সিদ্দিকা মেঘলা। একই সঙ্গে জামায়াতের মহিলা বিভাগের কথা শোনার অপেক্ষায় রয়েছেন বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
পোস্টে মেঘলা লেখেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর যখন মহাসমাবেশ হলো তখন বলেছিলাম নারীদেরও এমন সমাবেশ হওয়া উচিত। এটি বলায় অনেক নারীই আমাকে বুঝিয়েছিলেন এটা সম্ভব নয়। তারা বলেছিলেন, ‘জেলা পর্যায় থেকে নাকি মহিলারা আসতে পারবেন না। আবার অনেকের সাথে মাহরাম, সন্তান থাকবে।
কিভাবে সম্ভব?’”
তিনি লেখেন, ‘জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম হয়েছিল। তখন ভাবতাম তারা করতে পারলে এখানে কেন সম্ভব নয়? তারা নারী ইনারাও তো নারী! ৩১ জানুয়ারি নাকি সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের মহিলা বিভাগের সমাবেশ আছে। মহিলা জামায়াতের নিজেদের উপস্থাপন করার এটাই সেরা সুযোগ।’এই সমাবেশকে যুগান্তকারী মুভ উল্লেখ করে জাকসু এজিএস লেখেন, ‘মহিলা সমাবেশ জামায়াতে ইসলামীর একটা যুগান্তকারী মুভ।জামায়াতে ইসলামী নির্বাচনের আগে পলিসি সামিট করে একটা চমক দিয়েছিল। এটাও চমক দেবে হয়তো। মহিলা বিভাগের কথা শোনার অপেক্ষায় রইলাম।’
অপর এক পোস্টে মেঘলা লেখেন, ‘জামায়াতের এক নেতা যখন মেয়েদের পতিতা বলল (যা কখনো কাম্য নয়) তখন মিডিয়া উত্তাল হয়ে উঠল। ২০ জনের সমাবেশে তিনজন মাইক হাতে কী বলল সেটা ১০০টা মিডিয়ায় দেখানো হলো।
ফেসবুক গরম হয়ে উঠল। বিএনপির নেতারা যখন নারীদের পেটে লাথি মারে, নারীদের বিবস্ত্র করতে চায়, গায়ে হাত তোলে তখন সেগুলা ২০টা মিডিয়াতেও আসে না। ফেসবুকে আসে না। পতিতা বলায় যে বাঘিনীরা জেগে উঠেছিল তারা নারীকে উলঙ্গ করার কথা শুনে গর্তে লুকায়। আপনারা প্রতিবাদ করলে নাকি কমেন্টে নোংরা কথা আসে। আমাদের কমেন্টও কখনো চেক করবেন। নারীবাদীরা নারীর অধিকার চায়, নারীর নিরাপত্তা চায়। কিন্তু বোরকা হিজাব পরা নারীর অধিকার, নিরাপত্তা চায় না।’

আরও পড়ুন