৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

মরা মৃগেল উদ্ধার হালদা নদী থেকে

নিজস্ব প্রতিবেদক: দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদী থেকে একটি মৃত মৃগেল মাছ উদ্ধার করা হয়েছে।সোমবার (৪ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে হাটহাজারী উপজেলা শাহ মাদারী হ্যাচারি এলাকায় নদী থেকে নৌ পুলিশ মাছটি উদ্ধার করে।নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রজননসক্ষম মৃত মৃগেল মাছটির দৈর্ঘ্য ৪২ ইঞ্চি ও প্রস্থ ১৮ ইঞ্চি। ওজন প্রায় সাড়ে ১৩ কেজি।
হালদা অস্থায়ী নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রমজান আলী বলেন, ‘মাছটি জোয়ারের পানিতে দক্ষিণ দিক থেকে ভেসে আসছিল। ফাঁড়ির কাছাকাছি নদীতে নৌকা নিয়ে লোকজন পারাপারের সময় সেটি দেখে আমাদের খবর দেয়৷ এরপর আমরা সেটি নদী থেকে তুলে আনি।’‘মাছটি একেবারে পচে গেছে। নাভির কাছে সামান্য ক্ষতচিহ্ন দেখা গেছে শরীরে আর কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ধারণা করছি, কমপক্ষে দুইদিন আগে মাছটি মারা গেছে।’
এসআই রমজান জানান, মাছটি উদ্ধারের পর উপজেলা মৎস্য অফিস ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কর্মকর্তারা গিয়ে সেটি পরীক্ষা করেন। তাদের ধারণা, ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে মাছটির মৃত্যু হয়েছে।পচে-গলে ময়নাতদন্তের অযোগ্য হয়ে যাওয়ায় ল্যাব কর্মকর্তাদের পরামর্শে মাছটিকে নদীতীরেই মাটিচাপা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
গত জুনে হালদা নদী থেকে চারটি প্রজনন সক্ষম মৃত মাছ উদ্ধার হয়। কার্পজাতীয় এসব মাছ স্থানীয়দের ‘মা মাছ’ হিসেবে পরিচিত।
হালদা গবেষকরা জানিয়েছিলেন, এরোমোনাস ব্যাকটেরিয়ায় সংক্রমিত হয়ে মাছগুলোর মৃত্যু হয়। গৃহস্থালি, কৃষি বা শিল্পের বর্জ্য মিশে কিংবা জৈব পদার্থের আধিক্যের কারণে পানি দূষিত হলে এরোমোনাস ব্যাকটেরিয়ার বংশবিস্তার ঘটে।

আরও পড়ুন