অনলাইন ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রাথমিক মনোনয়ন নিয়ে বিএনপি নেতাদের বিভেদ কাটেনি। গতকাল বৃহস্পতিবারও কয়েকটি এলাকায় প্রার্থী বদলের দাবি উঠেছে। বঞ্চিত প্রার্থীর সমর্থকরা আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিলসহ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছেন। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, এ বিভেদ আরও তীব্র হচ্ছে।
এজাজকে প্রার্থী করার দাবি
স্থগিত থাকা খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমীর এজাজ খানকে প্রার্থী করার দাবি জানিয়েছেন তৃণমূলের নেতারা। বিকেলে বটিয়াঘাটা উপজেলার সাচিবুনিয়া বিশ্ব রোডে জনসভা থেকে এ দাবি জানানো হয়। তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি প্রচারের লক্ষ্যে এই জনসভার আয়োজন করে স্থানীয় বিএনপি।
বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আমীর এজাজ খান। প্রধান বক্তা ছিলেন শেখ আশিকুজ্জামান আশিক। ছাত্রনেতা ইসমাঈল হোসেন খানের সঞ্চালনায় বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু ও কামরুল ইসলাম, কামরুল ইসলাম শিপার, মাহবুবুর রহমান নান্টু, সাইফুর রহমান, ওয়েদুজ্জামান ওহেদ, কারিমুল ইসলাম প্রমুখ।
নেতারা বলেন, খুলনার পাঁচটিতে প্রার্থী দেওয়া হলেও খুলনা-১ আসনে স্থগিত রাখায় নেতাকর্মীরা হতাশ। আসনটি অন্য কোনো শরিকদের ছেড়ে দেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত হবে। এ আসনে আমীর এজাজকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।
আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমীর মনোনয়ন বাতিল চেয়েছেন কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামাণিকের সমর্থকরা। তারা আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
তৃণমূল বিএনপির ব্যানারে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর গোলচত্বর এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। এতে দীর্ঘ যানযট সৃষ্টি হয়। এ সময় আনছার প্রামাণিককে মনোনয়ন দেওয়ার দাবি জানান তাঁর সমর্থকরা।
পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বলেন, মেহেদী রুমী ১৭ বছর আন্দোলন-সংগ্রামে ছিলেন না। আনছার প্রামাণিক দল গুছিয়েছেন। তাঁকে মূল্যায়ন না করে মেহেদীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এতে তৃণমূল বিএনপি চরমভাবে হতাশ হয়েছে।
পিন্টু সমর্থকদের মশাল মিছিল
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে হাবিবুর রহমান হাবিবের প্রার্থিতা বাতিল করে জাকারিয়া পিন্টুকে মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল ও পথসভা হয়েছে। বুধবার রাতে আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর বাজার থেকে মিছিল শুরু হয়। পরে পারখিদিরপুর বাজারে পথসভা করেন পিন্টুর সমর্থকরা। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও মাছপাড়া ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ খান। বক্তব্য দেন তাঁতী দলের সাধারণ সম্পাদক ওয়াহেদ আলী মেম্বার, বিএনপি নেতা নাজিম উদ্দিন মেম্বার, আসাদুল্লাহ, যুবদল নেতা সুজন হোসেন, বাবু ইসলাম প্রমুখ।
পাল্টাপাল্টি সমাবেশে উত্তেজনা
কুমিল্লা-৬ আসনে মনোনীত প্রার্থী সাবেক এমপি মনিরুল হক চৌধুরী টাউন হল মাঠে নির্বাচনী কর্মসূচির ঘোষণা দেন। একই মাঠে আমিন-উর রশিদ ইয়াছিন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেন। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় বুধবার রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী টাউন হল মাঠে কর্মসূচি পালনের নিষেধাজ্ঞা দেন। পরে মনিরুল হক চৌধুরী নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে জনসভা করেন। মনোনয়নবঞ্চিত আমিন-উর রশিদ ইয়াছিন দলীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিলের আয়োজন করেন।
কান্দিরপাড় পূবালী চত্বরে মনিরুল হক চৌধুরী নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক-উর রহমান মাহমুদ ওয়াসিম, বিএনপি নেতা সৈয়দ মো. জাহাঙ্গীর, আমিরুজ্জামান আমির প্রমুখ। আমিন-উর রশিদ ইয়াছিনের দোয়া মাহফিলে বক্তব্য দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, বিএনপি নেতা রেজাউল কাইয়ুম, সফিউল আলম রায়হান প্রমুখ।
পটিয়ার চার নেতার চিঠি
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে প্রার্থী মনোনয়ন পুনর্বিবেচনার আবেদন করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চিঠি দিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির চার নেতা। এই চার নেতা হলেন– সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস মিয়া, জেলার যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম নেছার ও জেলার আরেক যুগ্ম আহ্বায়ক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম মিঠু।এই আসনে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম। চিঠির বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি অবগত নই।’





