১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মনজুর কাদের ভূঁইয়া হাটহাজারীর নতুন ওসি 

হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারী মডেল থানার ওসি হিসেবে মনজুর কাদের ভূঁইয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ওসি আবু মাহমুদ কাওসার হোসেনকে বদলি করে জেলা গোয়েন্দা শাখার ওসি হিসেবে স্থানান্তর করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেন।শনিবার (৬ সেপ্টেম্বর) হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার সামনে আরিয়ান ইব্রাহিম নামে এক যুবক আপত্তিকর অঙ্গভঙ্গি করে ফেসবুকে পোস্ট দেন। এ ঘটনায় কওমি মহলে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ফটিকছড়ি থানা পুলিশ ওই যুবককে আটক করে। আটক আরিয়ান ইব্রাহিম ভিডিও বার্তায় ক্ষমা চান। এ ঘটনায় রাতে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত দেড়শ জন আহত হন।পরদিন রবিবার বিকেলে উভয়পক্ষকে নিয়ে উপজেলা প্রশাসন বৈঠকে বসে বিষয়টি সমাধান করা হয়।
একই সময়ে সংবাদ সম্মেলন করে হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার কর্তৃপক্ষ। এতে দুপক্ষের সংঘর্ষ চলাকালীন ওসির নীরব ভূমিকার অভিযোগ তোলা হয়। একই দাবিতে রাতে বিক্ষোভও করে মাদ্রাসার শিক্ষার্থীরা।এরপর রাত ১১টার দিকে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদকে প্রত্যাহার করা হয়। তার স্থলাভিষিক্ত হিসেবে থানার দায়িত্ব দেওয়া হয় পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহমেদকে।

আরও পড়ুন