২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মঞ্চে হেনস্তার শিকার মিমি, থানায় অভিযোগ

বিনোদন ডেস্ক : একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অপমান ও হেনস্তার শিকার হয়েছেন টলিউড অভিনেত্রী ও সাবেক সাংসদ মিমি চক্রবর্তী। গত রোববার রাতে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁর একটি ক্লাবের অনুষ্ঠানে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।মিমির অভিযোগ, নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে পৌঁছানোর কারণে তিনি যখন মঞ্চে দর্শকদের সঙ্গে কথা বলছিলেন এবং পারফরম্যান্স শুরু করেছিলেন, ঠিক তখনই আয়োজকরা তাকে জোরপূর্বক স্টেজ থেকে নামিয়ে দেন। শুধু তাই নয়, ভক্তদের সঙ্গে ছবি তুলতেও তাকে বাধা দেওয়া হয়।এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে সামাজিকমাধ্যমে পোস্ট করেন মিমি। তিনি জানান, মঞ্চে এমন অপেশাদার আচরণ এবং অসম্মান কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আত্মসম্মান রক্ষার্থেই তিনি বিষয়টি নিয়ে বনগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অন্যদিকে অনুষ্ঠানের আয়োজকরা মিমির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন।
তাদের দাবি, চুক্তিমতো সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও মিমি পৌঁছান রাত সাড়ে ১১টার পর। কনকনে শীতে কয়েক ঘণ্টা অপেক্ষায় থাকা দর্শকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল। সেই পরিস্থিতি সামাল দিতেই তারা মিমিকে আর পারফর্ম করতে দেননি।মিমির মতে, কোনোরকম পূর্বাভাস ছাড়াই মঞ্চে এভাবে একজন শিল্পীকে অপমান করা অত্যন্ত ন্যক্কারজনক।
বর্তমানে অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ। তারা আয়োজক এবং প্রত্যক্ষদের সঙ্গে কথা বলে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করছে।

আরও পড়ুন