২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভৈরবে চট্টগ্রাম মেইল লাইনচ্যুত, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরব আউটার স্টেশন এলাকায় মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোর ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টগ্রাম মেইল ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা–চট্টগ্রাম, ঢাকা–সিলেট, ঢাকা–নোয়াখালী, ঢাকা–কক্সবাজার এবং চট্টগ্রাম–ময়মনসিংহ রেলপথে প্রায় ৮ ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মেইল (ডাউন) ট্রেনটি মঙ্গলবার দিবাগত রাত ১২টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসে। ভোর আনুমানিক ৩টার দিকে ট্রেনটি ভৈরব বাজার জংশনে যাত্রাবিরতি শেষে ভৈরব স্টেশন অতিক্রম করে আউটার সিগনাল এলাকায় পৌঁছালে একটি বগির দুটি চাকা বিকট শব্দে লাইনচ্যুত হয়।দুর্ঘটনার প্রায় ৫ ঘণ্টা পর আখাউরা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। মঙ্গলবার বেলা ১১টার দিকে একটি চাকা উদ্ধার করা সম্ভব হলেও অপর চাকার উদ্ধারকাজ তখনো চলছিল। দুর্ঘটনার ৮ ঘণ্টা পেরিয়ে গেলেও রেল চলাচল স্বাভাবিক না হওয়ায় যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি ও ক্ষোভ দেখা দেয়।এই দুর্ঘটনার কারণে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস, আন্তনগর পারাবত এক্সপ্রেস, আন্তনগর উপবন এক্সপ্রেস, তিতাস কমিউটার, উপকূল এক্সপ্রেস, চট্টগ্রাম ও কক্সবাজারগামী সোনার বাংলা এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস, মহানগর প্রভাতী এবং কিশোরগঞ্জগামী এগারো সিন্ধুর প্রভাতীসহ অন্তত ৯ থেকে ১০টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।এতে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন।
ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মো. আবু ইউসুফ মঙ্গলবার বেলা ১১টায় জানান, উদ্ধারকাজ চলমান রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দুপুর ১২টা থেকে ১টার মধ্যে রেললাইন পুনরায় সচল হতে পারে।

আরও পড়ুন