আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্র রাজ্যের উপমূখ্যমন্ত্রী ও ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান অজিত পাওয়ার এক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় বিমানটির ক্রু ও পাওয়ারের দেহরক্ষীসহ আরও পাঁচজন নিহত হয়েছেন।বুধবার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে পাওয়ার মুম্বাই থেকে উড়ে পুনে জেলার বারামতি শহরে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।জানা যায়, স্থানীয় সময় সকাল ৮টার দিকে বিমানটি মুম্বাই থেকে বারামাতির উদ্দেশে উড়াল দেয়। এর ৪৫ মিনিট পর পৌনে ৯টার দিকে বিমানটি নামার প্রস্তুতি নেওয়ার সময় বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পরই বিমানটি আগুন ধরে যায়।পুনের স্থানীয় সরকার নির্বাচনের আগে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের জন্য বারামাতি যাচ্ছিলেন তিনি। সেখানে চারটি জনসভায় উপস্থিত হওয়ার কথা ছিল ভারতের বর্ষিয়ান রাজনীতিবিদ শারদ পাওয়ারের ভাতিজা অজিত পাওয়ারের।





