২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপির আয়-ব্যয়ের ফিরিস্তি দিলেন রুমিন ফারহানা

অনলাইন ডেস্ক : বিএনপির আয়-ব্যয়ের ফিরিস্তি তুলে ধরলেন দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি জানিয়েছেন দলের নেতাকর্মীসহ সমর্থকদের দেওয়া চাঁদা ও মনোনয়ন বিক্রির টাকার আয় দিয়েই হচ্ছে বিএনপি। একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, ‘প্রতিনিটি রাজনৈতিক দলেরই আয় ও ব্যয়ের আলাদা হিসাব থাকে। আমাদের আয় আসে নেতাকর্মীদের থেকে।পদ অনুযায়ী আমাদের চাঁদার হার নির্ধারিত আছে। সে অনুযায়ী আমরা দলে চাঁদা জমা দেই। এ ছাড়া দলের মনোনয়ন ফরম বিক্রি টাকা আসে। এ ছাড়া দলে অনেক বড় ব্যবসায়ী, শিল্পপতি, চিকিৎসক ও আইনজীবী আছেন।তারা দলের কোনো একটি অনুষ্ঠান স্পনসর করেন।’ ঢাকার বাইরে বিএনপির নানা কর্মসূচি স্থানীয় নেতৃবৃন্দরা আয়োজনে সহায়তা করেন উল্লেখ করে তিনি বলেন, ‘ঢাকার বাইরে আমাদের যে প্রোগ্রামগুলো হয়, সেখানে স্থানীয় নেতাদের সঙ্গে যুক্ত হন সমর্থকরাও, যারা কোনো পদে নেই কিন্তু বিএনপিকে ভালোবাসেন, ভোট দেন। এমন মানুষদের কারো হোটেলের ব্যবসা আছে। কেউ হয়েতো রিসোর্টের মালিক, কারো হয়তো একটি বিল্ডিং আছে, যেখানে একটা বড় মিটিং আমরা করতে পারি।
তারা সেগুলোর ব্যবস্থা করে দেন। এভাবে আমাদের প্রোগ্রামগুলো চলে। ঢাকায় যে প্রোগ্রামগুলো হয়, সেগুলো আগেই ঘোষণা হয়ে যায়। সেকারণে বিভিন্ন জেলা থেকে সমর্থক কর্মীরা নিজ খরচে ঢাকায় আসেন। তখন বিভিন্ন হেনস্তার শিকার হতে হয়েছে নেতাকর্মীদের।তাদের মোবাইল চিকিং করা হয়। তারা যেন হোটেলে রুম না পান।’
তিনি আরো বলেন, ‘বিশেষ করে পল্টন এলাকার হোটেলগুলোতে তল্লাশি চালিয়ে আমাদের কর্মীদের ধরা হইছে। এগুলো ফেস করে নেতাকর্মীরা এসেছে। এত অত্যাচার-নির্যাতনের পরেও যদি না আসত বিএনপিকে বাংলাদশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বলা যেত না। মানুষের ভালোবাসা, নেতাকর্মীদের ত্যাগ ও অবদান দিয়ে বিএনপি চলছে।’

আরও পড়ুন